চিলক্স ধানমন্ডি (Chillox Dhanmondi)
আজ কেয়ারি ক্রিসেন্টের লেভেল ওয়ানের ওয়াশরুমে অযু করার জন্য গেলে দেখি যে সেখানে বসে তারা শেইক এর ওয়ান টাইম গ্লাসগুলো ধুচ্ছে। আর বেরোতে বলায় আমাকে বলে “আরো ২/৩ ঘন্টা লাগবো। আমাদের সামনেই করেন।”
রাগে আমার মাথা কাজ করেনি তখন। জায়গাটি তুলনামূলকভাবে একটু নির্জন হওয়ায় নিজেদের ফ্লোরে এই গ্লাসগুলো না ধুয়ে ফার্স্ট ফ্লোরে এসে এই ময়লা বাথরুমের ফ্লোরে রেখে এই গ্লাসগুলো ধুচ্ছিল।
জঘন্য!
দেখুন ভিডিওসহ
তাসলিম তানজিয়া জামানের ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত ।
এইভাবেই হয়ত দিনের পর দিন আমাদের বোকা বানিয়ে ব্যবসা করছে অনেক রেস্টুরেন্ট ।