শ্যামবাজারে পেঁয়াজের আড়তে কয়েক ব্যবসায়ীকে জরিমানা

0

রাজধানীর শ্যামবাজারে নিত্যপণ্যের বাজারে ন্যায্য দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা তা দেখতে শনিবারও, অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বেশ ক’জন আড়তদার ও দোকানিকে এ সময় জরিমানা করা হয় পেঁয়াজের বাজারে ক্রয় রশিদ এবং মূল্য তালিকা হালনাগাদ না থাকায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পেঁয়াজসহ নিত্যপণ্যের দামে লাগাম টানতে বাজারে নিয়মিত অভিযানের অংশ হিসাবে পুরান ঢাকার শ্যামবাজারে পেঁয়াজের আড়তে অভিযান চালায় । 

শনিবার সকাল থেকে শুরু অভিযানের সময় তেল ক্রয় পাকা রসিদ না রাখায় বেশ কয়েকজন আড়ৎদারকে নগদ টাকা জরিমানা করা হয়। 

ভোক্তা অধিদপ্তর মুদি দোকানেও অভিযান চালায় । মূল্য তালিকা হালনাগাদ না করায় দুই জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। 

পাইকাররা বলছেন, মৌসুম শুরু হওয়ায় বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এতে সপ্তাহের ব্যবধানে কেজিতে দেশি-বিদেশি পেঁয়াজের দাম কমেছে ১০ থেকে ১২ টাকা।   

পাইকারিতে পেঁয়াজের দাম কমলেও খুচরা পর্যায়ে এখনো এর প্রভাব পড়েনি। পাইকাররা জানান, দুই এক দিনের মধ্যে খুচরো বাজারে পেঁয়াজের দাম কমে আসবে। 

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি করে কেউ যেনো অনৈতিক ব্যবসা করতে না পারে সে জন্যই এ অভিযান বলছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

কর্মকর্তারা জানান, সরবরাহটা যথেষ্ট ভালো। এখানে দাম বাড়ানোর কোনো কিছু নেই। কিছু অসাধু ব্যবসায়ী কাজগুলো করছে। তাদেরকেই আইনের আওতায় আনার চেষ্টা হচ্ছে। 

অধিদপ্তর জানায়, বাজার স্বাভাবিক অবস্থায় না ফেরা পর্যন্ত অভিযান চলবে। সেই সঙ্গে নিয়মতি নজরদারিও চালানোর কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রনালয়ের এই অধিদপ্তর। 

spot_img
পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম হকার্স মার্কেটে আগুন
পরবর্তী নিবন্ধঢাকায় যে কারনে সানি লিওনি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে