বাঙালীর প্রাণের অমর একুশে বইমেলা ২৭তম দিন পার করল। বিকাল ৩টায় প্রধান ফটক খুলতেই লেখক পাঠকের মিলনমেলায় ভরে ওঠে মেলা প্রাঙ্গণ। কর্মদিবস হলেও অফিস শেষ করে কেউ একা, আবার কেউ পরিবার নিয়ে এসেছেন বইমেলায়। স্টল-প্যাভিলিয়ন ঘুরে ঘুরে পছন্দের বই কিনছেন।
এদিন দেখা গেছে আরও একটা প্রশংসনীয় উদ্যোগ। বয়স কিংবা শারীরিক অসুস্থতায় নুয়ে পড়েছেন, তারপরও এসেছেন প্রাণের টানে। বই মেলায় ঘুরছেন আনন্দে। একদল তরুণ স্বেচ্ছায় হুইল চেয়ার দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন সেসব বইপ্রেমীদের।
বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে বইমেলার আয়তন সাড়ে সাত লাখ বর্গফুট। বিশাল এ এলাকা ঘুরে বই কিনতে মানসিক শক্তিটা থাকলেও পাঁয়ে হেটে চলাচলের শারীরিক সামর্থ যাদের নেই, তাদের জন্য এইসব হুইল চেয়ারের ব্যবস্থা।
সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের একদল তরুণ স্বেচ্ছায় হুইল চেয়ারে করে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন তাদের। মনের আনন্দে বইমেলা ঘুরে পছন্দসই বই কিনছেন । এমন উদ্যোগের প্রশংসা তাদের মুখে।
২০১৬ সাল থেকে এ উদ্যোগের সাথী এসব তরুণরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া। এ বছর এমন সেবা দিয়েছেন ১৮০ জনের বেশি মানুষকে।
এদিকে, ২৭তম দিনে মেলায় এসেছে আরও ৮০টি নতুন বই। এনিয়ে মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা ২ হাজার ৮৫৯। এর মধ্যে ৯০৪টি কবিতার বই।




















