মালিবাগে টিসিবির পণ্য কিনতে এসে মূলত নারী পুরুষের সারি আলাদা থাকে। আগে যাওয়া নিয়ে সারির মধ্যে থাকা তাদের বিরোধের সৃষ্টি হয় । এক পর্যায়ে পণ্য কিনতে এসে ধাক্কাধাক্কি ও পরে হাতাহাতিতে জড়ান তিন নারী। এ ঘটনায় জাহানারা বেগম নামে একজনের মাথা ফেটে যায়।
এদিকে হাতাহাতির ঘটনায় মাথা ফেটে যায় জাহানারার। তিনি জানান, আগে যাওয়া নিয়ে তর্কের জেরে ওই নারী তাকে ছাতা দিয়ে আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। টিসিবির পণ্য বিক্রির ট্রাকের বিক্রয় প্রতিনিধি মো. সুমন গণমাধ্যমকে জানান, আজ ট্রাকে করে ৫০০ লিটার তেল, ৬০০ কেজি করে ডাল ও চিনি এবং ৪৫০ কেজি পেঁয়াজ এসেছে। সব বিক্রি শেষ।
তিনি জানান, বেলা সাড়ে তিনটার দিকে তেল ও পেঁয়াজ শেষ হয়ে যাওয়ায় বাকি থাকা ১৫০ কেজি করে চিনি ও ডাল সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হয়। তারপরও কিছু মানুষ ফেরত গেছে। সবাইকে তো আর দেওয়া সম্ভব নয়।নারীদের মারামারি প্রসঙ্গে মো. সুমন বলেন, পণ্য কিনতে এসে মারামারি করা, এটা মানুষের স্বভাব। তারা ঝামেলা করেই। সিরিয়াল বা নম্বর দিয়েও এই ব্যবস্থাপনা ঠিক করা যায় না। মানুষ কথা শুনতে চায় না।
৫৮ বছর বয়সী রাহেলা বেগমের বাসা পশ্চিম মালিবাগে। তিনি কম দামে টিসিবির পণ্য কিনতে আসেন বেলা ১১টার দিকে। প্রচণ্ড রোদে দাঁড়িয়ে থেকে এই নারী ক্লান্ত হয়ে পড়েন। বেলা তিনটার দিকে তিনি তেল, চিনি, ডাল ও পেঁয়াজ কিনতে পারেন। এ সময় তিনি অসুস্থ হয়ে রাস্তাতেই বসে পড়েন। আশপাশের মানুষ তাঁকে ফুটপাতে বসিয়ে মাথায় পানি দেন।
তেল কিনতে না পেরে ক্ষোভ জানান ৬০ বছর বয়সী ফাতেমা বেগম। তিনি মালিবাগের গুলবাগের বাসিন্দা। তিনি প্রথম আলোকে বলেন, বেলা ১১টায় টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু বেলা সাড়ে তিনটার দিকে এসে তিনি তেল কিনতে পারেননি। ফাতেমা বেগম বলেন, ‘অনেকে মারামারি করে তেল নেয়। দুইবার তেল নিয়েছেন, এমন নারীও লাইনে ছিলেন। কিন্তু আমরা এসব পারি না। শুধু ডাল আর চিনি পেয়েছি। এই যে রোদে দাঁড়িয়ে থেকে অনেক কষ্ট আমাদের। কষ্ট করেও তেল কিনতে পারলাম না। গরিবের কথা লিখে কী করবেন?’




















