রাজধানী কল্যাণপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে

0

রাজধানীর কল্যাণপুর নতুনবাজারের বেলতলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।তবে এখনই আগুন লাগার কারণ সম্পর্কে কিছুৃই জানতে পারেনি ফায়ার সার্ভিস। তবে স্থানীয়রা জানায়, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ আগুন লেগে থাকতে পারে।

এদিন রোববার (২০ মার্চ) রাত ৮ টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ৯টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বস্তিটিতে প্রায় ৮শ ঘর রয়েছে। অন্তত চার হাজার মানুষ এই বস্তিতে বাস করে বলে ধারণা করা হচ্ছে। আগুন থেকে বেঁচে আসা একজন ভুক্তভোগী জানান, হঠাৎ আগুনের কথা শুনে দৌড়ে পালিয়ে আসেন তারা।

তবে সবাই আগুন থেকে বের হতে পেরেছে কিনা, তা নিশ্চিত না কেউ। বস্তির দুই-তৃতীয়াংশ জ্বলছে। বস্তির অধিবাসীরা আহাজারি করছেন। বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


এদিকে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। এছাড়া পাওয়া যায়নি হতাহতের কোনো খবর।

২০১৬ থেকে এখন পর্যন্ত অন্তত ৯বার এই বস্তিতে আগুন লাগে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধনারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে শিশুসহ ৬ জন নিহত
পরবর্তী নিবন্ধ৭ উইকেটে টাইগারদের হারালো প্রোটিয়ারা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে