শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলায় ঘাতক কার্গো জাহাজের মাস্টার-ড্রাইভার, গ্রিজার ইঞ্জিনিয়ারসহ ৮ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার দুপুরে আসামিদেরকে আদালতে তোলার পর তদন্তকারী পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলমের আদালত।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- গোপালগঞ্জ সদরের বেতগ্রাম দক্ষিণপাড়ার মৃত আব্দুল মজিদ শেখের ছেলে কার্গো জাহাজের মাস্টার মো. রমজান আলী শেখ (৫৬), চট্টগ্রাম জেলার মিরসরাই থানার মৃত সামসুল আলমের ছেলে মাস্টার মো. নুরুল আলম (৪৩), দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার মো. রফিকুল ইসলামের ছেলে ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম (২৯), গাজীপুল জেলার কালীগঞ্জ থানার মো. আজিজুল ইসলামের ছেলে ইঞ্জিনিয়ার মো. নাদিম হোসেন (২৪), মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মো. মন্টু মোল্ল্যার ছেলে লস্কর মো. সুমন হোসেন (২৪), চট্টগ্রাম জেলার মিরসরাই থানার মো. একরামুল হকের ছেলে লস্কর মো. সুমন হোসেন (২২), ফেনী জেলার ছাগল নাইয়া থানার মো. আ. রউফের ছেলে জাহাজের সুকানী মো. জাহিদুল ইসলাম (২৪) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মো. নিজাম উদ্দিনের ছেলে জাহাজের গ্রিজার মো. রিয়াদ হোসেন (২৩)।
মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এর প্রেক্ষিতে আদালত তাদেরকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ সেন্ট্রাল ঘাট থেকে মুন্সিগঞ্জের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া এলএম আফসার উদ্দিন নামের যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয় এমভি রুপসী-৯ নামের কার্গো জাহাজ। বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে লঞ্চ ডুবিয়ে দেয়ায় জাহাজের চালক, মাস্টার, সুকানিসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপর আরেকটি মামলা হবে মতিঝিলে নৌ আদালতে।মামলার আসামিদের কঠোর শাস্তি প্রদানে সুপারিশ করা হয়েছে।
বন্দর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহসিন জানান, মামলায় অভিযাযোগ আনা হয়েছে, বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে নরহত্যা, জখম, গুরুত্বর জখমসহ ক্ষয়ক্ষতি। মামলার আসামিদের নৌ পুলিশের হেফাজতে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।
এদিকে, শীতলক্ষ্যায় লঞ্চডুবির এ ঘটনায় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। এ ঘটনায় সোমবার পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।




















