‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ দেওয়া হচ্ছে বিদ্যুৎ বিভাগকে । মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের কাজ সফলভাবে সম্পন্ন করায় এই পুরস্কার পাচ্ছে বিদ্যুৎ বিভাগ।বুধবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং এবং বিদ্যুৎ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে ২০২২ সালের স্বাধীনতা পুরস্কার প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করার বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘‘আমরা আনন্দিত। আমরা আমাদের কাজের স্বীকৃতি পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছিলাম, তা পূরণ করতে পেরেছি। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে পারবো বলে আশা করছি।’’
এদিকে, বিদ্যুৎ বিভাগকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ এ মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক বাংলার রূপকার, আলোকিত বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় শতভাগ বিদ্যুতায়নের সাফল্য অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রীর হাত ধরে উন্নত সমৃদ্ধ পথে দেশ এগিয়ে যাচ্ছে।
জাতির পিতার জন্মশতবর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দুর্গম পাহাড় থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। শতভাগ বিদ্যুতায়নের এ অনন্য মাইল ফলক অর্জনের জন্য বিদ্যুৎ বিভাগ ২০২২ সালের স্বাধীনতা পুরস্কার অর্জন করলো। এজন্য কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। একইসঙ্গে ধন্যবাদ জানাই বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন দপ্তর-সংস্থার সব সহকর্মীকে, যারা এ অসাধ্যকে বাস্তবে রূপ দিয়েছেন।




















