আ. লীগ নেতা টিপু ও কলেজছাত্রী প্রীতি খুন

0

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে দুর্বৃত্তের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী আফরিন ওরফে প্রীতির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. আহাদ বলেন, নিহত টিপুর স্ত্রী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি একটি মামলা করেছেন। এতে অজ্ঞাত আসামি উল্লেখ করেছেন তিনি। সুনির্দিষ্টভাবে কাউকে সন্দেহ করছেন না। শুধু বলেছেন, তার স্বামীকে দুষ্কৃতকারীরা হত্যা করেছেন।

এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় রিকশা আরোহী সামিয়া আফনান প্রীতি নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে তার পরিবার মামলা করেনি।  আমরা অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’এই কিলিং মিশনে অংশ নেন দুজন। মোটরসাইকেলে আসেন তারা। তাদের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। ওই দুজনের একজন চালক, অন্যজন পিস্তলধারী। মাত্র ২০ সেকেন্ডে কিলিং মিশন শেষ করেন তারা। পরে মুহূর্তেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আ. আহাদ জানান, গুলি ছোড়া ব্যক্তি পেশাদার খুনি। কারণ, প্রকাশ্যে ব্যস্ত সড়কে স্বল্প সময়ে এত গুলি ছোড়া মুখের কথা নয়। তার ছোড়া ১২ রাউন্ড গুলির ১০টিই টিপুর শরীরে লাগে। তিনি আগে থেকেই টিপুকে নজরদারিতে রাখে কয়েকজন। এটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। এতে ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট এবং হত্যার হুমকি দেওয়া ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত চলছে।

চার-পাঁচদিন আগে টিপুকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তবে তখন বিষয়টি জানাননি তার পরিবারের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর মানামা ভবনের সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা টিপুর ওপর হামলা করে। তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে টিপু ও  প্রীতি নিহত হন। আর গুলিতে আহত হন টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্না (৩২)।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরের পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ফরেনসিক বিভাগের চিকিৎসকরা ময়নাতদন্ত সম্পন্ন করেন।ময়নাতদন্ত শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

তবে ঢামেক মর্গ সূত্রে জানা গেছে, নিহত জাহিদুল ইসলাম টিপুর শরীরে সাতটি গুলি পাওয়া গেছে। আর সামিয়া আফরিন প্রীতির শরীরে লাগা একটি গুলি এক পাশ থেকে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে।ময়নাতদন্তের পর লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে মর্গ কর্তৃপক্ষ।

spot_img
পূর্ববর্তী নিবন্ধরোজায় ৯:৩০ থেকে ৩টা পর্যন্ত প্রাথমিক পাঠদান চলবে
পরবর্তী নিবন্ধআলো নিভিয়ে একাত্তরের কালরাত স্মরণ করল বাংলাদেশ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে