তিতুমীর কলেজ ছাত্রদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ

0

রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
বুধবার (৩০ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভাড়া নিয়ে এনা পরিবহনের একটি বাসের শ্রমিকদের সঙ্গে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় পরিবহন শ্রমিকেরা এনা পরিবহনের একাধিক বাস আড়াআড়ি রেখে সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে আমরা জানতে পারি, তিতুমীর কলেজের সামনে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অবরোধ তুলে নিতে শ্রমিকদের অনুরোধ করা হয়। শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

spot_img
পূর্ববর্তী নিবন্ধওয়াসার পানিতে গন্ধযুক্ত ও খাবার অযোগ্য
পরবর্তী নিবন্ধশুক্র ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে