কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে সহকারীর মৃত্যু লাইনম্যানের ‘অবহেলায়’

0

কুমিল্লায় বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে পড়ে নিহত হয়েছেন শাহিন সরকার (৪০) নামে বিদ্যুতের লাইনম্যানের সহকারী। শুক্রবার (০১ এপ্রিল) সকাল ১০টায় কুমিল্লা সিটি করপোরেশনের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। শাহিন সরকার হলো উপজেলার আবদুর রাজ্জাক সরকারের ছেলে।

পিডিপি-২ শাসনগাছা এরিয়ার অধীনস্থ কুমিল্লা জজকোর্ট বিদ্যুৎ অভিযোগকেন্দ্রের লাইন ম্যানের সহকারী হিসেবে কাজ করতেন তিনি। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা আমাদের জানান, শাহিন কাজ করার জন্য বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন । তখন তিনি ভয়ে ভয়ে উঠছিলেন। তাড়াহুড়োয় কোনো সেপটিক বেল্ট বা হাতে কোনো গ্লাভস লাগায়নি। হঠাৎ তার হাতে একটি তার লাগলেই ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 কুমিল্লা শাসনগাছা বিদ্যুৎ অফিসের লাইনম্যান হারুনুর রশীদ বলেন, সে ছিল লাইনম্যানের সহকারী। এই কাজ ছিল জিয়া উদ্দীন নামক এক লাইনম্যানের। জিয়া উদ্দীন শাহিনকে পাঠিয়েছে। সে সিটি করপোরেশনের পেছনের গলিতে বিদ্যুৎ লাইনে কাজ করছিল। তার হাতের পাশে দুটি লাইন ছিল ১১ হাজার ভোল্টের। তার হাতে বিদ্যুৎ সঞ্চালিত লাইনটি লাগায় সে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার বিষয়ে লাইনম্যান জিয়া উদ্দীন বলেন, আমি শুধু আজকেই তাকে পাঠিয়েছি। সে নিজের হাতে লাইন বন্ধ করেছে। একটি লাইন বন্ধ করতে ভুলে গেছে। সেই লাইনে হাত লেগে পড়ে গেছে। আমি আর কিছু বলতে চাই না। আপনি আমার অফিসারের সাথে কথা বলেন।

spot_img
পূর্ববর্তী নিবন্ধবজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ৬ বিভাগে
পরবর্তী নিবন্ধসৌদিতে রোজার চাঁদ দেখা গেছে,রোজা শুরু শনিবার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে