দক্ষিণ আফ্রিকায় ডারবান টেস্টে জয় পেতে হলে বাংলাদেশের গড়তে হবে ইতিহাস। আর ইতিহাস গড়তে হতে করতে হবে ২৭৪ রান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালে সর্বোচ্চ ২১৫ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ইতিহাস গড়তে নেমেই শুরুতে বিপদে।৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা।
প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে গুঁড়িয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশ বিপাকে । স্কোর বোর্ডে ৬ রান যোগ হতেই সাজঘরে দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও মাহমুদুল হাসান জয়।
প্রথম ইনিংসে ৯ রান করা সাদমান দ্বিতীয় ইনিংসে শূন্য রানেই ফিরেন। তার বিদায়ের পর প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় কেশব মহারাজের স্পিনে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে ফেরেন । এরপর ফিরে যান অধিনায়ক মমিনুল হকও। ৪র্থ দিন শেষে তিন উইকেট হারিয়ে ১১ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য প্রয়োজন আরও ২৬৩ রান।
বাংলাদেশ কি পারবে এই জয়ের মুখ দেখতে। নাকি আবারও তীরে এসে নৌকা ডুববে। সে উত্তর এর জন্য অপেক্ষা করতে হবে আর একটি দিনের।



















