ব্যবসা এখন অনেক সহজ , কারণ সব কিছুই পাবেন এক সাথে Palamou তে

পৃথিবীতে ব্যবসায়ের সূচনা সেই প্রাচীনযুগ থেকেই। অনেক কিছু বিলুপ্ত হলেও ব্যবসা এখনও টিকে আছে এবং থাকবে। শুধু পরিবর্তন হয় ব্যবসায়ের পদ্ধতি।

এইতো কিছুদিন আগেও মানুষ দোকানে গিয়ে পণ্য কিনতো কিন্তু এখন ঘরে বসে অর্ডার করে, আর ঘরে বসেই পণ্য সংগ্রহ করে, কি চমৎকার বিষয়!

যাই হোক, ব্যবসা নিয়ে কথা বলাটা যত সহজ, ব্যবসা নিজে করাটা কিন্তু অনেক কঠিন। এইতো, এই লেখাটি লেখার সময়, নিউজ আসলো ২০২১ সালে বিকাশের লোকসান, ১২৩ কোটি ৪২ লাখ। [] কি অদ্ভুদ বিষয়। অথচ, মোবাইল ব্যাংকিং সেবায় তারা বাংলাদেশে একটা বিপ্লব নিয়ে এসেছিল।

আবার এদিকে, ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, বিশ্ব ব্যাংকের ‘Is of doing Business’ বা ব্যবসাবান্ধব পরিবেশের সূচকে বাংলাদেশের অবস্থান ১৭৩ (২০২০ সালের তালিকায় ১৬৮তম)। []

অবশ্য, ব্যবসা মানেই তো চ্যালেঞ্জ এবং ঝুঁকি। এইতো কিছু দিন আগে আমার কয়েকজন বন্ধু মিলে একটি চামড়ার পণ্য তৈরির ব্যবসা শুরু করেছিলো। প্রথম দিকেই তাদের সমস্যা হয়েছিলো আইনি ঝামেলা নিয়ে, কিভাবে কি করবে তা বুঝতে পারছিলো না। অপর দিকে, ব্যসায়ের বিভিন্ন লাইসেন্স করার ঝামেলাতো আছেই। কোথায় গিয়ে কিভাবে করবে? কি কি কাগজপত্র লাগবে ইত্যাদি। এছাড়া, কাঁচামাল সংগ্রহ, বিভিন্ন মেশিনারিজ সংগ্রহ করার জন্য বেশ বেগ পেতে হয়েছিল তাদের। কেননা, তাদের অনেক মেশিনারিজ বাংলাদেশে ছিল না, এজন্য চায়না থেকে সংগ্রহ করা লেগেছে। কাকে দিয়ে কীভাবে আনবে এই মেশিন, এরকম বিশ্বস্ত সূত্র খুঁজতে তাদের দুশ্চিন্তার অন্ত ছিল না।

আপাতত, উপরের কথাগুলো পড়ে হতাশ হওয়ার কিছু নেই। আপনার এই সমস্যা সমাধানের জন্যই palamou.com

এর যাত্রা শুরু হয়। যেখানে আপনি Complete Business Solution পাবেন। মানে একদম ব্যবসা শুরু করা থেকে শেষ অবধি সকল ধরণের সমস্যার সমাধান পাবেন। আসেন কিছু বিষয়ে আলোকপাত করা যাক।

ICT & ICT BASED SERVICE

বর্তমান সময়টা তথ্য প্রযুক্তির। একসময়কার ট্রেডিশনাল বিজনেসগুলো এখন প্রযুক্তির কল্যানে ডিজিটালাইজেশন হচ্ছে। এই যেমন, একসময়কার কাচাঁবাজার এখন অনলাইনে গ্রোসারি শপে রূপান্তর হয়েছে। এইক্ষেত্রে ওয়েবসাইট এবং স্যোশাল মিডিয়াগুলো আর্শীবাদ হিসাবে কাজ করছে। buffer এর এক পরিসংখ্যান অনুযায়ী ৭৩% মার্কেটার মনে করে স্যোশাল মিডিয়া মার্কেটিং একটি ব্যবসায়ের উন্নতির জন্য অনেক বড় ভূমিকা রাখে। [3]

যেকোন ব্যবসাকে ডিজিটালাইজেশনের জন্য বেশ অনেকগুলো কাজ করতে হয়। যেমন:

ওয়েবসাইট তৈরি করা আর এর সাথে প্রয়োজন ডোমেইন হোস্টিং।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও অ্যাড ক্যামপেইন পরিচালনা।

ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন সফটওয়্যার যেমন: অ্যাকাউন্টিং সফটওয়্যার, ইনভেন্টরি  ম্যানেজমেন্ট সফটওয়্যার, লজিস্টিক সফটওয়্যা, পস সফটওয়্যার ইত্যাদি।

ব্যবসায়ের জন্য ভিডিও, গ্রাফিক্স ইলিমেন্ট ডিজাইনেরও প্রয়োজন হয়।

আনন্দের বিষয় হলো, Palamou তে আপনি এরকম সবধরণের সেবাই পাচ্ছেন। ঘরে বসে, এক ক্লিকেই।

সেবাগুলোর লিংক:   https://rebrand.ly/ict-based-s

STATIONARY

স্টেশনারি ব্যবসায়ের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, পাইকারি দরে স্টেশনারি পণ্য পাওয়া। এটা সত্য আপনি চকবাজারে গেলে, সব স্টেশনারি পণ্য পাইকারি দরে কিনতে পারবেন। কিন্তু কথা হলো, সব সময় তো সব পণ্য একসাথে বিক্রি শেষ হয়ে যায় না। দেখা গেলো আজকে আপনার পেন্সিলের স্টক শেষ? এখন এই কয়েকটা পেন্সিল আনার জন্য! চকবাজারে যাওয়ার কোন মানে হয়? আর যদি থাকেন ঢাকার বাহিরে তাহলে কি হবে?

জ্বী, এই সমস্যার সমাধান নিয়ে এসেছে, Palamou তাদের ওয়েবসাইটে অর্ডার করলেই, তারা আপনার দোকানে এসে পণ্য ডেলিভারি করে যাবে।

স্টেশনারি পণ্যের লিংক: https://rebrand.ly/stationary-palamou-360467

GIFTS & EVENT

বর্তমানে অনেকেই গিফটের ব্যবসায়ের সাথে জড়িত। আবার দেখা যায় বছর শেষে কিংবা বিভিন্ন দিবসকে কেন্দ্র করে বিভিন্ন কোম্পানি ও ব্যবসায় প্রতিষ্ঠান তাদের কর্মীদের গিফট প্রদান করে। তো, এসব গিফট কিন্তু আপনি খুব সহজেই অর্ডার করতে পারবেন Palamou তে।

https://rebrand.ly/gifts-event-03231a

PRINTING & PACKAGING

অনলাইন বিজনেসের এই যুগে প্রিন্টিং এবং প্যাকেজিং অনেকগুরুত্বপূর্ণ একটি বিষয়। ভাল প্যাকেজিং ব্যবসায়ের ব্রান্ডিংয়ের জন্য অনেকগুরুত্বপূর্ণ। আপনার যেকোন ধরণের প্রিন্টিং সার্ভিস যেমন:

মগের, চাবি, ব্যাগ, ছাতা ইত্যাদি পণ্যতে লোগো কিংবা অনান্য ছবি ছাপানো।

পণ্যের ব্যাগ ও মোড়ক ডিজাইন ও তৈরি করা।

ক্যালেন্ডার, বই, খাতা ইত্যাদির ডিজাইন ও প্রিন্টিং।

বিজনেস কার্ড, ব্যানার ইত্যাদির ডিজাইন ও প্রিন্টিং।

ফয়েল, কাগজ কিংবা প্লাস্টিকের বক্স।

বিভিন্ন ধরণের ব্যাগ ও প্যাকেজিং ম্যাটেরিয়াল।

এরকম সবধরণের প্রিন্টিং ও প্যাকেজিং সার্ভিস পাবেন আপনি Palamou.com এ।

https://rebrand.ly/printing-packaging-c3ac93

LEATHER & LEATHER PRODUCTS

চামড়া জাত পণ্যের চাহিদা সেই আদিমকাল থেকে। যারা চামড়াজাত পণ্যের ব্যবসা করেন তারা খুব সহজেই Palamou.com থেকে পাইকারি দরে পণ্য অর্ডার করতে পারেন। এইখানে চামাড়ার ব্যাগ থেকে শুরু করে সব ধরণের পণ্যই পাওয়া যায়।

https://rebrand.ly/leather-products-a18c5a

READYMADE GARMENTS INDUSTRY

বিভিন্ন দিবস, কিংবা খেলাকে কেন্দ্র করে প্রয়োজন হয় টিশার্ট কিংবা হুডির মত বিভিন্ন রেডিমেট গার্মেন্টস পণ্যের। তো যাদের গার্মেন্টস পণ্যের প্রয়োজন হয় বা ব্যবসা করেন তাদের জন্য বেশ উপকারী হবে Palamou.com। এখানে আপনি ডিজাইন দেখে অর্ডার করবেন, আর ঘরে বসে পণ্য বুঝে নিবেন।

https://rebrand.ly/readymade-garments-0835a6

JUTE & JUTE PRODUCTS

বাংলাদেশ সোনালি আঁশের দেশ। আর এই সোনালি আঁশ হলো পাট। পরিবেশ বান্ধব এই পাটের পণ্য আমাদের দেশে যেমন রয়েছে পাশাপাশি দেশের বাহিরেও এর চাহিদা রয়েছে। Palamou.com তে আপনি পাবেন:

পাটের ব্যাগ

পাটের চাবির রিং

পাটের ডাইরি

পাটের বক্স

পাটের শৌখিন পন্য ও শোপিস

https://rb.gy/83ptuj

HOSPITAL & CLINIC

বাংলাদেশে সবচেয়ে কঠিনকাজ হলো মেডিকেল পণ্য পাওয়া। মুদি পণ্য বা অনান্য নিত্য প্রয়োজনীয় পণ্য হাতের কাছে পেলেও মেডিকেল পন্য পাওয়া বেশ কঠিন। আর যারা মেডিকেল ব্যবসায়ের সাথে জড়িত তারা হয়তো জানেন, যে মেডিকেল একুয়েপমেন্ট পাওয়া কত কঠিন।

বাংলাদেশের অনেক মেডিকেল ইকুয়েপমেন্ট পার্শবর্তী দেশ ভারত থেকে আনতে হয়। তবে, Palamou.com এ এখন আপনি ঘরে বসে অর্ডার করে পেয়ে যাবেন।

পণ্যর তালিকা জানতে ভিজিট করুন।

https://rebrand.ly/hospital-clinic-c424cb

TAX & LEGAL SERVICES

 লেখার শুরুতেই বলেছিলাম, নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয় বড় চ্যালঞ্জ এবং দুশ্চিন্তার বিষয় হলো ট্যাক্স এবং আইনি সেবা। এই যেমন:

ট্রেড লাইসেন্স

পার্টনারদের মধ্যে চুক্তি

কপিরাইট, ট্রেড মার্ক করা

কোম্পানি গঠন

কোম্পানির ট্যাক্স ও ট্যাক্সের কাগজ পত্র

বিএসটিআই লাইসেন্স কিংবা ড্রাগ লাইসেন্স

আমদানি রপ্তানির নিয়ম কানুন ও কাগজ পত্র

আইনি সেবা ইত্যাদি।

সব ধরণের সেবা পাওয়া যাবে Palamou.com এ। মানে ব্যবসা আপনার চিন্তা এবং কাজ করবে Palamou.com।

https://rebrand.ly/tax-legal-7b0600

Mobile Accessories

বিটিআরসির তথ্য মতে ২০২১ সালের আগস্টে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্য ১৭ কোটি ৮৬ লাখ ১০ হাজার। [৪]

বাংলাদেশের মোবাইলের মার্কেট অনেক বড়। আর এত বড় মার্কেটে মোবাইল অ্যাকসেসরিজের চাহিদাতো আরও বেশি। এসব চাহিদার কথা মাথায় রেখে যারা মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসা করেন। তাদের জন্য Palamou.com আর্শীবাদ হয়ে এসেছে। কেননা, এখন থেকে আপনার ফোনের ছোট ওটিজি ক্যাবল থেকে শুরু করে ক্যাসিং কিংবা চার্জার সব কিছু অর্ডার করতে পারবেন ঘরে বসে। এছাড়া, হোডফোন, স্পিকারের মত প্রয়োজনীয় সকল পণ্য অর্ডার করতে পারবেন।

https://rb.gy/d8xwcm

সাথে আরও অনেক পাইকারি জিনিসের সমারোহ তো আছেই ।

Palamou.com এর যাত্রা মূলত বাংলাদেশে উদীয়মান উদ্যোক্তাদের সেবা প্রদানের লক্ষ্যে। নতুন উদ্যাক্তারা ব্যবসা শুরু করার সময় যেই সমস্যাগুলো মধ্যে পরে সেইসব সমস্যা সমাধান করাটাই মূল লক্ষ্য। Palamou.com বাংলাদেশের পাশাপাশি দেশের বাহিরেও পণ্য ও সেবা প্রদান করে থাকে।

তথ্যসূত্র:

১। https://bonikbarta.net/home/news_description/295678/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%97%E0%A7%81%E0%A6%A3

২। https://www.jagonews24.com/economy/news/720738

3. https://buffer.com/state-of-social-2019

4. https://www.banglanews24.com/information-technology/news/bd/884167.details

spot_img
পূর্ববর্তী নিবন্ধআইসিসিতে আম্পায়ারিং নিয়ে লিখিত অভিযোগ করবে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে