শেষ বিকেলে স্বস্তি দিলেন খালেদ-তাইজুল

0

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিন প্রায় পুরোটা সময় দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। অন্যদিকে, একেকটি উইকেটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। তবে আশার কথা হলো, শেষ বিকেলে তাইজুল ইসলাম ও খালেদ আহমেদের নৈপুণ্যে ম্যাচে ফিরে এসেছে বাংলাদেশ।

প্রথম দিন শেষে ৯০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলেছে ডিন এলগারের দল। ফিফটি হাঁকিয়ে সাজঘরে ফিরেছেন দলনায়ক এলগার (৭০), টেম্বা বাভুমা (৬৭) ও কেগান পিটারসেন (৬৪)। এছাড়া সারেল এরইউ ২৪ ও রায়ান র‌্যাকেলটন ৪২ রান করেন। কাইল ভেরানে ১০ রানে এবং ও  খাতা খুলতে না পারা ওয়াইন মুল্ডারদ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

বাংলাদেশের হয়ে সাফল্য পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও পেসার খালেদ আহমেদ। ৫টি উইকেটের মধ্যে তাইজুল একাই নিয়েছেন ৩টি আর বাকি দুটি খালেদ। উইকেটের পেছনে লিটন দুটি ক্যাচ নিয়েছেন। স্লিপে রিকেলটনের ক্যাচ নিয়েছেন ইয়াসির আলী। আর পিটারসেন ফেরেন লেগ বিফোরের ফাঁদে পড়ে। আর দিনের শেষ উইকেট হিসেবে নাজমুল হোসেন শান্তর হাতে খালেদের বলে ক্যাচ দিয়ে ফেরেন বাভুমা।

এর আগে ম্যাচে টস জিতে ব্যাটিং নেন স্বাগতিক দলের সেনাপতি ডিন এলগার। ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশের হয়ে বল হাতে উদ্বোধনী জুটি ভাঙেন সৈয়দ খালেদ আহমেদ।  লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ২৪ রান করা সারেল এরউইয়া।  কিন্তু এরপর আর উইকেটের দেখা পাচ্ছিলো না টাইগার বোলাররা। এর মধ্যে একটি সেশনের খেলা শেষ হয়। কেগান পিটারসেনকে নিয়ে ৮১ রানের জুটি গড়ে ফেরেন ডিন এলগার।  তাইজুলের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলেন।

ম্যাচের ৪০তম ওভারের আগে হঠাৎ করেই বৃষ্টি বাগড়া দেয়। কিছু সময় খেলা বন্ধ ছিল। তবে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি দু’দলকে। প্রোটিয়ারা সবকটি উইকেটেই বড় বড় জুটি গড়ে দলের রান বেশ এগিয়ে নিয়েছে। ওপেনিং জুটিতে এসেছে ৫২ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ৮১ রান। আর তৃতীয় উইকেট জুটিতে বাভুমা-পিটারসেন করেন ৫১ রান। চতুর্থ উইকেটে রিকেলটেন-বাভুমা জুটি তোলেন ৮৩ রান। পরের ১১ রানে পড়ে যায় দুটি উইকেট। 

দ্বিতীয় দিনের শুরুতেই ভারানেকে দ্রুত শিকার করতে পারলে বেশ ভালো অবস্থানে নিজেদের প্রথম ইনিংস শুরু করতে পারবে টাইগাররা। তবে ব্যাটিংয়ে নেমে অবশ্যই ডারবানের পুনরাবৃত্তি করতে চাইবেন না মুমিনুলবাহিনী।

spot_img
পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ৩ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধপরীক্ষার হলে লাইভে ছাত্রলীগ নেতা, প্লাস না দিলে বোর্ডমোড ভেঙে ফেলার হুমকি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে