বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

0

কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।  শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

জানা গেছে, স্বাভাবিক সময়ে এই নৌ-রুটে রাত ৮ পর্যন্ত লঞ্চ চলাচল করলেও ঈদ উপলক্ষে সকাল সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সময় বাড়ানো হয়। তবে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হাওয়ায় সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌ-রুটে সকল লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর ফরিদ উজ জামান বলেন, ঝড়ের কারণে সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে তিনটি ঘাটের সকল লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশন না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে ঈদ সোমবার
পরবর্তী নিবন্ধসাবেক অর্থমন্ত্রী মুহিতের মরদেহ সিলেটে বাসভবন হাফিজ কমপ্লেক্সে পৌঁছেছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে