সারাদেশে আন্দোৎসব ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং করোনা মহামারী থেকে মানবজাতির মুক্তি প্রার্থনার মধ্যদিয়ে সারাদেশের ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃষ্টি বাগড়ায় দেশের কোথাও কোথাও ঈদের নামাজে সাময়িক বিঘ্ন ঘটেছে। কোথাও মসজিদেই হয়েছে ঈদের জামাত। আবার কোথাও বৃষ্টি উপেক্ষা করেই আনন্দ নিয়ে বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ আদায় করেছেন অনেকেই।
সকাল থেকেই মুসল্লীরা সমবেত হতে শুরু করেন উপমহাদেশের বৃহত্তম ঈদগাহ দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে। জামাত শুরু হয় ৯টায় । একসাথে প্রায় ৬ লাখ মানুষ নামাজ আদায় করেন এই জামাতে। মুসল্লির সংখ্যা অনুপাতে এটিই ছিল দেশের সবচেয়ে বড় ঈদ জামাত।
বৃষ্টিকে উপেক্ষা করে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টিতে ভিজে লাখো মুসুল্লির আল্লাহ আকবর ধ্বনিতে মুখর হয় নরসুন্দা পাড়ের শোলাকিয়া ময়দান। ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর আঞ্জুমানে ঈদগাহ ময়দানে। এখানে বৃষ্টিতে ভিজেই নামাজ আদায় করেন মুসল্লীরা।
বৃষ্টির কারণে বাতিল হয় রাজশাহীর ঈদের প্রধান জামাত। সেই সাথে বাতিল হয় মহানগর ও জেলার বেশিরভাগ ঈদগাহের জামাত। এর বদলে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন পাড়া-মহাল্লার মসজিদে।চট্টগ্রামে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর জমিয়াতুল ফালাহ্ মসজিদ ময়দানে। দু বছর পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবারের ঈদ জামাতকে ঘিরে বাড়তি উৎসাহ ছিলো নগরবাসীর।
রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন ঈদগাহে।
করোনায় দুই বছর বন্ধ থাকার পর এবার প্রবল উচ্ছ্বাসে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সিলেট শাহী ঈদগাহ ময়দানে। প্রায় অর্ধলক্ষাধিক মুসল্লি এতে অংশ নেন। খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় সার্কিট হাউজ ময়দানে।
মানিকগঞ্জে ঝড়ো বাতাস ও বৃষ্টির মধ্যে সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে। এর মধ্যেই নামাজ আদায় করেন সবাই। করোনার প্রকোপ কাটিয়ে দুই বছর পর খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ব্রাহ্মণবাড়িয়ার ধর্মপ্রান মুসল্লিরা। সকাল ৮টায় শহরের কাজীর ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুরে সকাল ৭ টায় পৌর শহরের সোনামিয়া ঈদগাঁহ্ জামে মসজিদে ঈদের প্রথম জামাত আদায় করা হয়। পরে সকাল ৮টা ও ৯টায় আরো দুটি জামাত আদায় করা হয়। পটুয়াখালীতে ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয় পৌরসভা কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে। করোনার কারনে দীর্ঘ দু’বছর পর ঈদগাহে জামাত অনুষ্ঠিত হওয়ায় মুসল্লীদের ভিড় ছিলো লক্ষনীয়।




















