শতাধিক মোবাইল ফোন উদ্ধার

0

নওগাঁ শহরের স্যামসাং ও ভিভো মোবাইল শোরুম থেকে চুরি হওয়া ১০৭টি মোবাইল ফোন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১ জুলাই) ভোররাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসব মোবাইল উদ্ধার করা হয়।

নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, গেল ২৫ জুন নওগাঁ শহরের শরিষাহাটির মোড় এলাকার স্যামসাং ও ভিভো মোবাইল শোরুম থেকে ১৪০টি বিভিন্ন দামের মোবাইল চুরি হয়। ৩০ জুন স্যামসাং শোরুমের স্বত্বাধিকারী বাবু বাদী হয়ে সদর থানায় একটি চুরির মামলা করেন।

এরপরই তদন্তে নামে পুলিশ। চুলচেরা বিশ্লেষণ করা হয় সিসি ক্যামেরার ফুটেজ। এক পর্যায়ে জানা যায় চুরি যাওয়া মোবাইলের সিংহভাগই আছে পার্শ্ববর্তী বগুড়া জেলার শান্তাহার রেল জংশন এলাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল অফিসে। তথ্য অনুযায়ী সেখানে গেলে ১০৭টি মোবাইল পাওয়া যায়।

ওসি জুয়েল বলেন, কয়েকদিন আগে শান্তাহার রেলগেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে কয়েকজন যুবকের কাছে তারা এসব মোবাইল পান। আইন অনুযায়ী মাদক ছাড়া অন্যকিছু পেলে সেসব স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করার কথা। কিন্তু সেসব মোবাইল কেন তারা নিজেদের কাছে রেখে দিয়েছেন তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া অফিসের উপ-পরিচালক রাজিউর রহমান বলেন, মূলত অভিযান পরিচালনা করতে গিয়ে কয়েকজন যুবকের কাছ থেকে ওইসব মোবাইল পাওয়া যায়। তবে অভিযানকালে কৌশলে যুবকরা পালিয়ে যায়।

তিনি বলেন, মাদক বিরোধী অভিযান ও বিভিন্ন সভা-সেমিনার থাকায় মোবাইলগুলো পুলিশের কাছে হস্তান্তর করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে সেগুলো সিজার লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এ ক্ষেত্রে অন্য কোনও উদ্দেশ্য ছিল না বলেও দাবী করেন তিনি। 

spot_img
পূর্ববর্তী নিবন্ধএক্সপ্রেসওয়ের টোল দিতে চাইছে না অনেকে!
পরবর্তী নিবন্ধ৭ দিন জেলার বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে