লবণের দাম বেড়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব

0

কোরবানির বাকি আর মাত্র কদিন। তাই, চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় পশুর চামড়ার আড়তপাড়ায় চলছে শেষমুহুর্তের প্রস্তুতি। তবে লবণের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায়, কিছুটা চিন্তিত আড়তদাররা। শঙ্কা, নেতিবাচক প্রভাব পড়তে পারে চামড়া কেনাবেচায়।

আড়তদাররা বলেন, গত দুই মৌসুমে করোনার প্রভাব থাকলেও, বৃহত্তর চট্টগ্রামে চামড়া সংগ্রহ হয়েছিল তিন লাখের বেশি। 

বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মুসলিম উদ্দিন বলেন, গেলো বছর সব মিলিয়ে চামড়া সংগ্রহ হয়েছিল তিন লাখের বেশি। তবে এবছর সেটি চার লাখে পৌঁছাবে। 

শুধু পাইকাররা নয়, চামড়া সংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরাও। তারাও মুখিয়ে আছেন এবারে ভালো কিছুর প্রত্যাশায়। তারা বলেন, আমাদের চেষ্টা থাকবে প্রচুর পরিমাণে চামড়া সংগ্রহ করা। আমরা যত বেশি চামড়া সংগ্রহ করতে পারব, ততো আমাদের লাভ হবে। 

তবে চামড়া প্রক্রিয়াজাতকরণের অন্যতম কাঁচামাল লবণের দাম সম্প্রতি হঠাৎ বেড়ে যাওয়ায় কিছুটা চিন্তিত আড়তদাররা। বলছেন, দাম নিয়ন্ত্রণ করা না গেলে নেতিবাচক প্রভাব পড়বে চামড়া বেচাকেনায়। এছাড়া চট্টগ্রামে শুধুমাত্র একটি ট্যানারি থাকায় বরাবরের মতই ঢাকার ওপর নির্ভরশীলতা ভাবাচ্ছে তাদের।

বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়ৎদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেন, প্রতিবারের তুলনায় এবারে লবণের দাম ৪শ টাকা বেড়েছে। তাই চামড়ার ওপরে এর প্রভাব ফেলবে। আমরা অনুরোধ করছি এ দাম দ্রুত কমিয়ে আনার জন্য। 

spot_img
পূর্ববর্তী নিবন্ধহেনোলাক্সের মালিক গ্রেফতার
পরবর্তী নিবন্ধআবারও স্বর্ণের দাম কমলো

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে