প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে টুঙ্গিপাড়া যাওয়ার পথে শিবচরের এক্সপ্রেসওয়েতে শুভেচ্ছা জানাতে হাজারও মানুষের ভিড় দেখা গেছে।
শুক্রবার সকালে ব্যক্তিগত সফরে তিনি টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের পাঁচ্চর, সূর্যনগরসহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সড়কের দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
জানা গেছে, পদ্মা সেতু পার হয়ে শুক্রবার সকালে টুঙ্গিপাড়া গেছেন প্রধানমন্ত্রী। সড়কপথে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে শিবচর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক এবং এক্সপ্রেসওয়ের দুই পাশজুড়ে দাঁড়িয়ে থাকে। এ সময় স্লোগানে মুখর করে তুলে মহাসড়ক।
এদিকে মহাসড়কজুড়ে ব্যাপক নিরাপত্তাও রয়েছে চোখে পড়ার মতো। শুক্রবার সকাল সোয়া ৮টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতু পার হয়। পরে প্রায় ৩০ মিনিট যাত্রাবিরতি করেন তিনি। এর পর টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন।
প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফর কেন্দ্র করে পুরো এক্সপ্রেসওয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যানবাহন ও সাধারণের চলাচলও সীমিত রাখা হয়।
শিবচর পৌর ছাত্রলীগের সভাপতি মো. হাবিব বেপারি বলেন, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আমরা মহাসড়কে অবস্থান নিই। এ সময় সাধারণ মানুষেরাও মহাসড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
শিবচর থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর সড়কপথে টুঙ্গিপাড়া যাওয়াকে ঘিরে ভোর থেকেই কঠোর নিরাপত্তা ছিল মহাসড়কে। পুলিশের চেকপোস্টসহ টহল ও নিরাপত্তা জোরদার করা হয়।




















