নওগাঁর মহাদেবপুরে দুটি ওয়ান শুটারগানসহ আতাউর রহমান শান্ত ওরফে বিপ্লব (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের আজিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিপ্লব ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে বিপ্লবের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, বিপ্লবের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে রোববার বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে।