ভোগের কভার পেজে হিজাবি নারী

১৯২০ সাল থেকে প্রকাশিত হচ্ছে ফ্যাশন ম্যাগাজিন ভোগ। এবার প্রথমবারের মতো এর ফরাসি সংস্করণে এক হিজাবি নারী স্থান পেয়েছেন।

জনপ্রিয় এ ম্যাগাজিনের আগস্ট সংখ্যায় কভার পেজে স্থান পেয়েছেন সোমালিয়া বংশোদ্ভূত মার্কিন মডেল উগবাদ আবদি। খবর আরব নিউজের।

ভোগের মতো একটি পশ্চিমা ম্যাগাজিনের ফরাসি সংস্করণে মুসলিম নারী মডেলের স্থান করে নেওয়াকে অনেকেই বিস্ময়ের চোখে দেখছেন।
 
শুধু তাই নয়, ম্যাগাজিনটির পিছনের পৃষ্ঠায়ও আরেক সোমালীয় মুসলিম নারীর ছবি ছাপা হয়েছে।

সোমালীয় ওই মডেলের নাম মোনা টউগার্ট। ভোগের দুই পৃষ্ঠায়ই প্রথমবারের মতো হিজাবি মডেলের ছবি ছাপা হলো।

spot_img
পূর্ববর্তী নিবন্ধতিমির সঙ্গে ধাক্কা লেগে ১১ জন যাত্রী ডুবে যায়, নিহত ৫
পরবর্তী নিবন্ধবাবুল আক্তার সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে