আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত পাঁচ নারীসহ ১২ জনকে গ্রেফতার

গাজীপুরের কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারীসহ ১২ জনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। 

রোববার মহানগরীর কোনাবাড়ী রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. আশরাফুল আলম (৬০),  মো. মমিন মিয়া (৩৫), মো. জাহিদ হোসেন (৩৭), মো. বাবুল ইসলাম (২৪), শিপলু চক্রবর্তী (৩৫), মো. জাহিদুল ইসলাম জিহাদ (১৯) ও মো. খালেদ হোসেন হিমেল (২২)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, কোনাবাড়ী কাশিমপুর রোডের মাথায় রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় পাঁচ নারী ও সাত পুরুষকে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে হোটেলের দুই দালালকেও আটক করা হয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধশোয়েব মালিকের বিতর্কিত টুইটে তোলপাড়
পরবর্তী নিবন্ধযেসব লক্ষণে বুঝবেন এনাল ফিশার, কী করবেন?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে