এটা খেলারই অংশ: বাবর আজম

তারুণ্য নির্ভর শ্রীলংকার কাছে সুপার ফোরের পর ফাইনালেও হারল পাকিস্তান। রোববার ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা।

বাবর আজম বলেন, শ্রীলংকাকে ধন্যবাদ দিতে চাই। অসাধারণ ক্রিকেট খেলেছে। শুরুতে আমরা প্রভাব বিস্তার করেছিলাম। এরপর তাদের পার্টনারশিপ ছিল অসাধারণ। দুবাইয়ের মতো এই পিচও ভালো ছিল। ব্যাটিংয়ে আমরা দল হিসেবে খেলতে পারিনি।

বোলিংয়ের সময় ১৫-২০ রান বেশি দিয়েছিলেন- এমন প্রশ্নে বাবর বলেন, যেভাবে শেষ করতে চেয়েছিলাম সেভাবে পারিনি। আমাদের ফিল্ডিং ভালো ছিল না। মিডল অর্ডারও ভালো ব্যাট করতে পারেনি। তারপরও ব্যক্তিগত কিছু ভালো পারফরম্যান্স ছিল, যেমন- রিজওয়ান, সাদাব, নওয়াজ, নাসিম।

বাবর বলেন, এটা খেলারই অংশ। এ ধরনের খেলা থেকে যত বেশি শেখা যায় ততই ভালো। তবে অবশ্যই ভুলের সংখ্যা কমাতে হবে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধতারুণ্যে ভরা শ্রীলংকাই এখন এশিয়ার সেরা
পরবর্তী নিবন্ধসংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে