দিনদুপুরে কলেজছাত্রীকে জড়িয়ে ধরে অশ্লীল ছবি,ছিনতাই

কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে সিএনজি অটোরিকশার গতিরোধ করে এক কলেজছাত্রীর কানের দুল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। এছাড়া ওই কলেজছাত্রীকে জড়িয়ে ধরে অশ্লীল ছবিও তোলে তারা। এ ঘটনায় স্থানীয় লোকজন এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

রোববার দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার বাটাখালী ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কলেজছাত্রী যুগান্তরকে বলেন, মহেশখালীর হোয়ানক ইউনিয়ন থেকে সকালে দুই ভাইবোন মিলে চকরিয়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে ফেরার পথে বাটাখালী এলাকায় পৌঁছলে ফুলতলা এলাকার হারুন বাদশাহ ও ফরহাদের নেতৃত্বে ৩টি মোটরসাইকেল করে ৭ জন তাদের বহনকারী সিএনজি অটোরিকশা থামিয়ে মারধর করে। একপর্যায়ে ওই কিশোরীর কানের দুল, ব্যাগ থেকে নগদ টাকা, মোবাইল ফোন হাতিয়ে নেয় এবং জোরপূর্বক কলেজছাত্রীকে জড়িয়ে ধরে অশ্লীল ছবি তোলে মোবাইলে ধারণ করে ছিনতাইকারীরা।

সিএনজি অটোরিকশা চালক জসিম উদ্দিন বলেন, তাকে জিম্মি করে গাড়িটি ঘুরিয়ে স্বপ্নপুরী এলাকায় নিয়ে আসে। স্বপ্নপুরী এলাকায় পৌঁছে সিএনজিচালক গাড়িটি থামিয়ে দিলে ছিনতাইকারীরা ড্রাইভারকে মারধর করতে থাকে। আশপাশের লোকজন দৃশ্যটি দেখে এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় হারুন বাদশাহ নামক এক ছিনতাইকারীকে আটক করে তার কাছ থেকে ছাত্রীর অশ্লীল ছবি তোলা মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশের কাছে জমা দেওয়া হয়। 

বাটাখালী ফুলতলা এলাকার স্থানীয় লোকজন বলেন, ছিনতাইকারীর এই সিন্ডিকেট বিভিন্ন অপরাধ, চুরি ও ছিনতাইয়ের কাজে জড়িত।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ছিনতাইকারী একজনকে আটক করা হয়েছে এবং ছিনতাইয়ের শিকার দুই ভাইবোনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও অপরাপর ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধসংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই
পরবর্তী নিবন্ধধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতার জামিন, আদালতে অসুস্থ বাদী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে