৭ বছরের সাজা এড়াতে এক যুগ পলাতক

ব্যাংকের টাকা আত্মসাৎ মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আতোয়ার রহমানকে (৬০)এক যুগ পর গ্রেফতার করেছেন র্যা ব ৪। 

রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলার সদর থানার বেতিলা-মিতরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

র্যা ব ৪-এর কোম্পানি কমান্ডার লেফটন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

র্যা ব জানায়, মো. আতোয়ার রহমান একটি ব্যাংকের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন এবং বিভিন্ন গ্রাহকের কাছ থেকে সঞ্চয়ের টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ব্যাংকের ম্যানেজার বাদী হয়ে ঘিওর থানায় আতোয়ারের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকেই গ্রেফতার এড়ানোর জন্য পালিয়ে ঢাকা চলে যানে তিনি। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। 

চার্জশিটের ভিত্তিতে আদালত মামলার বিচার কাজ পরিচালনা করেন। পরে সাক্ষ্যপ্রমাণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ২০১০ সালের ২৩ মার্চ মো. আতোয়ার রহমানকে সাত বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

র্যা ব ৪-এর কোম্পানি কমান্ডার লেফটন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, আত্মগোপনে থাকাবস্থায় আসামি আতোয়ার নিজের পরিচয় গোপন করার জন্য ক্রমাগতভাবে পেশা পরিবর্তন করছিলেন। প্রথম দিকে তিনি ঢাকার বিভিন্ন এলাকায় রিকশাচালক, রাজমিস্ত্রি ও পরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 
র্যা ব জানায়, আসামিকে ঘিওর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া চলছে। 

spot_img
পূর্ববর্তী নিবন্ধ স্বরার দাবি প্রেমজীবন শাহরুখ খানের জন্যই নষ্ট
পরবর্তী নিবন্ধরাশিয়ান গ্যাস কেনার জন্য মূল্যসীমা নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা বাদ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে