জাতীয় পার্টি চেয়ারম্যানের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা

জাতীয় পার্টি চেয়ারম্যানের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন ডা. মোস্তাফিজুর রহমান আকাশ। 

শনিবার পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত নিয়োগ সংক্রান্ত একপত্রে তাকে এ পদে পদায়ন করা হয়। 

তিনি পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত চিকিৎসকের দায়িত্বও পালন করছেন। ইতিপূর্বে তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। 

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ডা. মোস্তাফিজুর রহমান।

তিনি ঢাকা উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক ও আইসিইউ বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি টঙ্গীর হোসেন মার্কেটের ঢাকা ইম্পেরিয়াল, আল-কারীম ও প্রাইম জেনারেল হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করছেন।

এ সময় ওই পদে থেকে তাকে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং নিজ জেলা ও উপজেলাসহ পার্টির সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধBlue Pineapple Technology Ltd., এ নিয়োগ বিজ্ঞপ্তি …
পরবর্তী নিবন্ধ২৪ দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তার অংশগ্রহণে ‘ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে