৭৪তম এমি আসরে রেকর্ড গড়ল এশিয়ার অভিনেতা

গত সোমবার রাতে ঘোষণা করা হলো যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার এমি বিজয়ীদের নাম। এই তালিকায় এবার যেন চমক আর চমক। ৭৪তম এই আসরে রেকর্ড গড়ল এশিয়ার অভিনেতা। অন্যদিকে ইতিহাসে নাম লেখাল তরুণ কৃষ্ণাঙ্গ অভিনেত্রী। জমজমাট এই আসর বসেছিল ক্যালিফোর্নিয়ার ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে। জমকালো আয়োজনের বিজয়ীদের নাম এক নজরে দেখে নিতে পারেন।

এক নজরে এমি বিজয়ীদের নাম

ড্রামা সিরিজ: ‘সাকসেশন’

কমেডি সিরিজ: ‘টেড লেসো’

লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ: ‘দ্য হোয়াইট লোটাস’

অভিনেতা (ড্রামা সিরিজ): লি জাং জে (স্কুইড গেম)

অভিনেতা (কমেডি সিরিজ): জেসন সুদ্রিকিস

অভিনেতা (লিমিটেড/অ্যান্থলজি সিরিজ): মিশেল কেটস (ডপিসিক)

অভিনেত্রী (ড্রামা সিরিজ): জেন্ডায়া (ইউফোরিয়া)

অভিনেত্রী (কমেডি সিরিজ): জেন স্মার্ট (হ্যাকস)

অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): অ্যামান্দা (দ্য ড্রপআউট)

পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ): ম্যাথু ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন)

পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ): ব্রেট গোল্ডস্টেইন (টেড ল্যাসো)

পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ): মারে বার্টলেট, (দ্য হোয়াইট লোটাস)

পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ): জুলিয়া গার্নার (অজার্ক)

পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ): শেরিল লি রালফ, (অ্যাবট এলিমেন্টারি)

পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ) : জেনিফার কুলিজ

পরিচালক (ড্রামা সিরিজ): হোয়াং ডং-হিউক (স্কুইড গেম)

পরিচালক (কমেডি সিরিজ): এমজে ডেলানি (টেড লেসো)

পরিচালক (লিমিটেড সিরিজ): মাইক হোয়াইট (দ্য হোয়াইট লোটাস

চিত্রনাট্যকার (ড্রামা সিরিজ): জেসি আর্মস্ট্রং (সাকসেশন)

চিত্রনাট্যকার (কমেডি সিরিজ): ড্যানিয়েল লেভি (শিট’স ক্রিক)

চিত্রনাট্যকার (লিমিটেড সিরিজ/মুভি/ড্রামাটিক স্পেশাল): ডেমন লিন্ডেলফ ও কর্ড জেফারসন (ওয়াচমেন)

প্রতিযোগিতামূলক অনুষ্ঠান: রুপল’স ড্র্যাগ রেস (ভিএইচওয়ান)

ভ্যারাইটি টক সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার (এইচবিও)

চিত্রনাট্যকার (কমেডি): কুইন্টা ব্রুনসন (অ্যাবট এলেমেন্টারি, ‘পাইলট)

চিত্রনাট্যকার (ড্রামা): জেসি আর্মস্ট্রং (সাকসেশন)

চিত্রনাট্যকার (লিমিটেড/ অ্যান্থলজি) মাইক হোয়াইট, (দ্য হোয়াইট লোটাস)

spot_img
পূর্ববর্তী নিবন্ধআর্মেনিয়ার দিকে আবারও মর্টার ছুড়ল আজারবাইজান
পরবর্তী নিবন্ধবক্সখাটে রোশনীর লাশ, রহস্য উদঘাটন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে