লক্ষ্মীপুরের কমলনগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মো. হাবিব তালুকদার (১৯) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার রাতে উপজেলার মেঘনা নদীর মাতাব্বরহাট মাছঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জেলে হাবিব বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা আব্দুল লতিফ তালুকদারের ছেলে।
মজু চৌধুরীরহাট নৌ পুলিশের ইন্সপেক্টর মো. আবু তাহের বলেন, গত সোমবার মেঘনার নদীর বরিশালের হিজলা এলাকায় মাছ ধরার সময় নৌকা ডুবে তিনি নিখোঁজ হন। স্রোতের টানে কমলনগরের মাতাব্বরহাট মাছঘাট এলাকায় ভেসে আসলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কমলনগর থানা পুলিশের সহযোগিতায় হাবিবের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




















