কুমিল্লায় ট্রাকচালক জয়নাল হত্যা মামলায় দুজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। ওই মামলায় একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- লক্ষ্মীপুর জেলার উত্তর চরলরেন্স গ্রামের আহসান উল্লাহ, চট্টগ্রামের ফটিকছড়ির ছিকনিয়া পূর্বটিলা গ্রামের হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মোহনপুর এলাকার সামসুল হক। তারা সবাই পলাতক। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোর্ট পরিদর্শক মুজিবুর রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুর রহমান বলেন, ২০০৬ সালের ২০ জুন রাতে ফেনী জেলার পরশুরাম এলাকার ট্রাক চালক জয়নাল আবেদীনকে ছিনতাইয়ের সময় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমনগণ্ডা এলাকায় গলায় গামছা পেঁচিয়ে খুন করে আসামিরা।
পরে এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই খন্দকার শাহ আলম মামলা করেন। দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালত এ রায় দেন।




















