কুমিল্লার হোমনা থানায় দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলের মৃত্যু

কুমিল্লার হোমনা থানায় দায়িত্ব পালনকালে মোক্তার হোসেন নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. সাইফুল ইসলাম জানান, মোক্তার হোসেন রাতে থানায়  দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে পুলিশ সদস্য মোক্তার হোসেনের মৃত্যুতে প্রকাশ করেছে হোমনা থানা-পুলিশ শোক। একই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধমুক্তাগাছায় গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনে স্বামীকে গ্রেফতার
পরবর্তী নিবন্ধআ.লীগ খালি মাঠে গোল দিতে চায় না, চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন: কাদের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে