মুক্তাগাছায় গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনে স্বামীকে গ্রেফতার

ময়মনসিংহের  মুক্তাগাছায় গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা থানার রাজারবাগ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।  

এজাহার সূত্রে জানা গেছে, ওই যুবক গত ১ আগস্ট চাকরির কথা বলে তার স্ত্রীকে গাজীপুরের মাওনায় নিয়ে যান। সেখানে একটি ভাড়া বাসায় লোকজন এনে তাকে বিবস্ত্র করে অনৈতিক কাজ করতে বলা হয়। এতে রাজি না হওয়ায় সিগারেটের আগুন দিয়ে তার শরীরে ছ্যাকা দেওয়া হয়। সেখান থেকে তাকে মুক্তাগাছায় আনা হয়। পালাতে গেলে শিকল দিয়ে দুই হাত-পা বেঁধে তাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। 

৩ সেপ্টেম্বর ওই নারীর এক আত্মীয় খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পুলিশ তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) রুহুল কাইয়ুম জানান, আসামি বারবার স্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতার করতে বেগ পেতে হয়েছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধকালিয়া উপজেলা নির্বাচন অফিসের সামনে জলাবদ্ধতার সৃষ্টি
পরবর্তী নিবন্ধকুমিল্লার হোমনা থানায় দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলের মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে