ট্রেনে কাটা পড়ে যুবক নিহত 

গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রেনে কাটা পড়ে রাশিদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী-ভৈরব রেলসড়কে‌ বাসুগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশিদুল ইসলাম সিরাজগঞ্জের নওদা এলাকার নূর আলমের ছেলে। তিনি বাসুগাঁও এলাকায় একটি পোশাক কারখানায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, রাশিদুল ইসলাম শুক্রবার অফিস ছুটির পর রাত সাড়ে ৮টার দিকে বাসুগাঁও এলাকায় রেলসড়কের উত্তরপাশের লাইন দিয়ে হেঁটে টঙ্গীর দিকে যাচ্ছিলেন। একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারসিন্দুর গোধূলী এক্সপ্রেস ট্রেন বাসুগাঁও এলাকা অতিক্রম করছিল। সেই সময় রাশিদুল ইসলাম ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী বলেন, খবর‌ পেয়ে রাত সাড়ে ১১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধমাদক ব্যবসায়ী যত শক্তিশালীই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না: বিমান প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধঅপ্রত্যাশিত বৈঠক মোদি ও এরদোগানের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে