ব্যবসায়ী অপহরণকারী চক্রের মূল হোতা গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাচরুখীর ভূইয়াপাড়া এলাকা থেকে মুদি ব্যবসায়ীকে অপহণের ঘটনায় মো. সজিব মিয়া (৪০) নামে অপহরণকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। 

এ সময় মুক্তিপণের ৩০ হাজার টাকাসহ অপহৃত মো. দিপু মোল্লাকেও (৩২) উদ্ধার করে র‌্যাব। 

এ বিষয়ে শুক্রবার বিকালে র‌্যাব-১১-এর মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অপহারণকারীকে গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভিকটিম দিপু মোল্লা একজন মুদি ব্যবসায়ী। ১০-১২ দিন আগে গ্রেফতার হওয়া অপহরণকারীদের একজন চাল ব্যবসায়ী বলে পরিচয় দেয় এবং তার গোডাউনে থাকা চাল স্বল্পমূল্যে অপহৃতার কাছে বিক্রির প্রলোভন দেখায়। এরপর অপহৃতাকে অপহরণকারীর গোডাউনে থাকা চাল দেখনোর কথা বলে একটি প্রাইভেটকারে আড়াইহাজারের পাচরুখীর কালীবাড়ি রোডের এক তলাবিশিষ্ট বাড়ির একটি রুমে আটক করে রাখে। 

অপহৃতকে এলোপাতাড়ি মারপিট করে এবং মৃত্যুর ভয় দেখিয়ে তার কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তার মায়ের মোবাইলে ফোন দিয়ে তাকে অপহরণ করার কথা জানান এবং জরুরিভিত্তিতে ১ লাখ টাকা আড়াইহাজার থানার পাচরুখী এলাকায় নিয়ে আসার জন্য বলেন। 

তখন তার মা ৩০ হাজার টাকা নিয়ে আড়াইহাজারের পাচরুখী ভূইয়াপাড়া কালীবাড়ি রোডে আসেন। পরে অপহরণকারীরা টাকা নিতে আসলে র‌্যাব-১১ সিপিএসসির টহল দলের দৃষ্টিগোচর হয়। এ সময় র‌্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে মুক্তিপণের ৩০ হাজার টাকাসহ অপহরণকারী চক্রের মূলহোতা সজিব মিয়াকে গ্রেফতার করে। তবে তার অপর সহযোগীরা পালিয়ে যায় বলে উল্লেখ করা হয় র‌্যাবের ওই প্রেস বিজ্ঞপ্তিতে। অন্য পলাতক আসামিদের গ্রেফতার করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় র‌্যাব।

spot_img
পূর্ববর্তী নিবন্ধহিলিতে বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কাঁচামরিচের
পরবর্তী নিবন্ধপরীক্ষা শুরুর পাঁচ মিনিটের ব্যবধানে ৯ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে