অপেক্ষামান মানুষের মাঝে হঠাৎ হাজির রাজা চার্লস ও প্রিন্স উইলিয়াম

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও প্রিন্স উইলিয়াম সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ রাখা কফিন দেখতে ওয়েস্ট মিনিস্টার হলের সামনে অপেক্ষমান জনতার ভিড়ে হঠাৎ হাজির হন। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

রাজা তৃতীয় চার্লস  গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা তাকে স্বাগত জানান। 

এ সময় তিনি এক নারীকে বলেন, আশা করি আপনার বেশি ঠাণ্ডা লাগছে না।

প্যাডিংটন বিয়ার খেলনা ধরে থাকা এক নারীর সঙ্গেও তাকে অল্প সময়ের জন্য কথা বলতে দেখা যায়। ওই নারী জানান, তিনি পেরু থেকে এসেছেন। 

প্রিন্স অব ওয়েলসও সেখানে হঠাৎ উপস্থিত হয়। এ সময় ভিড়ের মধ্যে জনতার সঙ্গে তাকে হাত মেলাতে দেখা যায়। 

ইতিহাসের সাক্ষী হতে ওয়েস্ট মিনিস্টার হলে যাওয়ার পথে নেমেছে মানুষের ঢল। প্রায় ২৪ ঘণ্টা অপেক্ষার পর রানির কফিনের দেখা পেয়েছেন উৎসুক জনতা। 

সোমবার রানির শেষকৃত্যের অনুষ্ঠানে বিশ্বের ৫০০ নেতা ও সম্মানিত ব্যক্তি উপস্থিত থাকবেন। এটির আয়োজন করেছেন রাজা তৃতীয় চার্লস। এ শেষকৃত্যের অনুষ্ঠানটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিশ্বনেতাদের জমায়েত হবে।

রানির শেষকৃত্যের অনুষ্ঠানে বিশাল নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যোগদান করছেন।

প্রসঙ্গত ৭০ বছর রাজত্ব করার পর ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ , গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

spot_img
পূর্ববর্তী নিবন্ধকেন্দ্র সচিবদের সতর্ক করল যশোর বোর্ড
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজা চার্লসের ফোন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে