বাঘায় ফেনসিডিল ও গাঁজাসহ দুজনকে আটক 

রাজশাহীর বাঘায় ফেনসিডিল ও গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। রোববার রাতে বাঘা পৌর এলাকা বানিয়াপাড়া গ্রামের জিয়াউর রহমানের বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

থানা সূত্রে জানা যায়, বাঘা পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী মালেকা বেগম (৪০) ও আলাইপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মুক্তার আলী (৪৫) পুলিশকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে রাতে জিয়াউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিল, ২৫০ গ্রাম গাঁজা, একটি হিরো হোন্ডাসহ আটক করে।  

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে  জেলহাজতে পাঠানো হয়েছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধফাইনালের আগে সানজিদার আবেগঘন পোস্ট
পরবর্তী নিবন্ধনেপালকে হারিয়েও গোলের ব্যবধানে কপাল পুড়েছে বাংলাদেশের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে