বিএনপির মশাল মিছিল

বিদ্যুতের লোডশেডিং, জ্বালানির মূল্যে বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যে বৃদ্ধি, গণপরিবহণের ভাড়া বৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী নিহতের প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তি এবং ভোটবিহীন সরকারের পদত্যাগ দাবি  করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি মশাল মিছিল বের করেছেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কালনি এলাকায় মিছিল বের করেন নেতাকর্মীরা। 

এ সময় সড়কের বেশ কিছু সময় মিছিল করে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। 

মিছিলে নেতৃত্ব দেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ুন, বিএনপি নেতা বাছির উদ্দিন বাচ্চু, যুবদল নেতা শফিকুল ইসলাম শফিকসহ আরও অনেকে। 

এর আগে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমানের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলার ভুলতা-বলাইখা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে একটি মশাল মিছিল বের করলে বাধা দেয় যুবলীগ। এ নিয়ে যুবলীগ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 
 
এ ছাড়া বেশ কয়েকজন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। 

রোববার ফের বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি করবে এমন সংবাদে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কসহ গুরুত্বপূর্ণ ৩০টি পয়েন্টে অবস্থান নেন।

spot_img
পূর্ববর্তী নিবন্ধচান্দিনায় সরকারি ন্যায্য মূল্যের চাল আত্মসাতের অভিযোগ 
পরবর্তী নিবন্ধনারীকে বাসে উঠিয়ে ধর্ষণ করলেন চালক–সহকারী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে