ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

বরগুনা পাথরঘাটা উপজেলায় ছাদ থেকে পড়ে শামিম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শেবাচিমে তার মৃত্যু হয়। 

নিহত শামিম পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আ. রব কারির ছেলে। 

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পাথরঘাটার তাসলিমা মেমোরিয়াল একাডেমির সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলামের মালিকানা পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বসতবাড়ির কাজ করছিলেন। এ সময় দোতলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন শামিম। 

পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

পাথরঘাটা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

spot_img
পূর্ববর্তী নিবন্ধপ্রয়োজনে মার্কিন বিনিয়োগকারীদের জন্য আলাদা ইপিজেড করে দেব: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধফায়ার সার্ভিসের একটি পানিভর্তি গাড়ি নিয়মিত মোহড়ার সময় দুর্ঘটনার শিকার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে