কলেজছাত্রকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা

নেত্রকোনার কেন্দুয়ায় সাদ্দাম হোসেন (১৭) নামে এক কলেজছাত্রকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
শনিবার রাত ১১টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

সাদ্দাম হোসেন ওই গ্রামের কাজল মিয়ার ছেলে। 

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে সাদ্দাম হোসেন বাড়ির পাশে রাস্তায় বসে মোবাইল দেখছিল। এ সময় কে বা কারা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

spot_img
পূর্ববর্তী নিবন্ধঅচল আরও ২টি ডেমু ট্রেন সচল
পরবর্তী নিবন্ধকারো সঙ্গে বন্ধুত্ব হতে পারে, কিন্তু জাতীয় পার্টি কারো দাসত্ব করবে না: জিএম কাদের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে