কাউনিয়ায় অজ্ঞাত ব্যক্তির কাটা পা উদ্ধার

রংপুরের কাউনিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির কাটা পা উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলার বালাপাড়া  ইউনিয়নের সাহাবাজ গ্রামে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে কাটা পা-টি উদ্ধার করা হয়।

উদ্ধার করা পা-টি পুরুষের দেহের অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশের।

কাউনিয়া থানা সূত্রে জানা গেছে রোববার সকালে বালাপাড়া  ইউনিয়নের সাহাবাজ গ্রামে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে চটের ব্যাগে থাকা পলিথিন, কাপড় ও ওড়না দিয়ে পেঁচানো অজ্ঞাত এক ব্যক্তির হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করা হয়।

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান জানান, উদ্ধার হওয়া পায়ের পাতার গোড়ালিতে পচন রয়েছে। কোনো ব্যক্তির সার্জারি করে পা কাটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তবে প্রকৃত ঘটনা জানতে উদ্ধারকৃত পায়ের অংশের দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। উদ্ধার করা পা-টি ফরেনসিক বিভাগে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধঅস্ত্রধারীর ছোড়া গুলিতে নিহত হয়েছে ইসরাইলি সেনা
পরবর্তী নিবন্ধইরানের রাষ্ট্রীয় টিভি শনিবার হ্যাকিংয়ের শিকার…

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে