ছাদ ধসে দুই শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি 

খাগড়াছড়ি জেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পার্বত্য জেলা পরিষদ।  

শনিবার রাত ১১টায় জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, শনিবার বিকালে জেলা পরিষদ প্রাঙ্গণে নির্মাণাধীন নতুন ভবনের গ্রিলশেডের ছাদ ভেঙে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। 

জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী এবং খাগড়াছড়ি গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলী।

আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।নিহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে জেলা পরিষদ।

spot_img
পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সুখবর দিলেন রমিজ রাজা
পরবর্তী নিবন্ধদেব-শুভশ্রীর ‘চ্যালেঞ্জ’ ছবির গানের সঙ্গে ‘কেসারিয়া’ গানের ভিডিও

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে