৩৩ বছর ধরে একই পদে বন কর্মকর্তা আব্দুল আহাদ

৩৩ বছর ধরে একই পদে চাকরি করছেন বন কর্মকর্তা আব্দুল আহাদ। পদোন্নতি না হলেও সততা ও সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি টাঙ্গাইল বন বিভাগের হতেয়া রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে আছেন। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার।

খোঁজ নিয়ে জানা গেছে, বন অধিদফতরের কেন্দ্রীয় অঞ্চলের অধীন ঢাকা বন বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিটে বিগত দিনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন আব্দুল আহাদ। বনভূমি জবরদখলকারী প্রভাবশালীদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা গ্রহণ করে হামলার শিকার হয়েছেন কয়েকবার। প্রাণনাশের হুমকিও পেয়েছেন। পরবর্তীতে তাকে টাঙ্গাইল বন বিভাগের সবচাইতে জবরদখলপ্রবণ দোখলা রেঞ্জ কর্মকর্তার দায়িত্ব দিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো হয়।

অনুসন্ধান দেখা গেছে, কেন্দ্রীয় অঞ্চলের মধ্য সবচাইতে বেশি জবরদখলপ্রবণ টাঙ্গাইল জেলার দোখলা রেঞ্জ বা অঞ্চল। রেঞ্জটিতে মাত্র ১০ ব্যক্তির দখলেই ১ হাজার একরের বেশি বনভূমি। তিনি দোখলা রেঞ্জে দায়িত্ব গ্রহণের পর পরই চ্যালেঞ্জিং প্রকল্প সুফলে বনায়ন কার্যক্রম শুরু করেন। সুফল প্রকল্প বাস্তবায়নে একাধিকবার হামলার শিকার হন তিনিসহ দোখলা রেঞ্জে বন বিভাগে কর্মরতরা।

এর পরও দোখলায় ২০১৯-২০২০ আর্থিক সনে ১৩০ হেক্টর, ২০২০-২০২১ অর্থ বছরে ১৫০ হেক্টর বনভূমিতে বনায়ন করা হয়। দোখলায় ১৩৯ একর বনভূমি জবরদখল থেকে উদ্ধার করে অনুন্নয়ন খাতে বাগান করা হয়। এছাড়া ১৫৯ বেডের নার্সারিতে বিরল ও বিপন্ন প্রজাতিসহ শতাধিক প্রজাতির বীজ থেকে চারা তৈরি করেন আব্দুল আহাদ। ৩ লাখের বেশি চারা সমৃদ্ধ নার্সারি ও বাগান পরিদর্শন করে মুগ্ধ হন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

বর্তমানে আব্দুল আহাদ টাঙ্গাইল বন বিভাগের হতেয়া রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে আছেন। তিনি হতেয়া রেঞ্জে যোগদানের পর পরই বনে মাটি কাটাবস্থায় ৪টি ভেকু জব্দ করে আসামি হাতেনাতে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করেন। পাঁচটি বিট অফিস নিয়ে হতেয়া রেঞ্জ গঠিত। সর্বমোট জনবল মাত্র ১৬ জন। এই স্বল্প জনবল নিয়েও রেঞ্জের বিভিন্ন এলাকায় বনে নির্মাণাধীন ১৫টি বাড়ি উচ্ছেদ করে মামলা দায়ের করা হয়।

আব্দুল আহাদ বলেন, বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামানের নির্দেশনাতে ভেকু জব্দ করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা বনভূমি জবরদখল প্রতিরোধে কঠোর অবস্থানে। আমরা তার নির্দেশনা পালন করে যাচ্ছি।

spot_img
পূর্ববর্তী নিবন্ধকারো সঙ্গে বন্ধুত্ব হতে পারে, কিন্তু জাতীয় পার্টি কারো দাসত্ব করবে না: জিএম কাদের
পরবর্তী নিবন্ধরোববার দিবাগত রাতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে