এশিয়া কাপ থেকে মিডলঅর্ডারের ব্যর্থতায় ভুগছে পাকিস্তান। যেদিন বাবর-রিজওয়ানের উদ্বোধনী জুটি ব্যর্থ হয়, সেদিনই ম্যাচ হারের তেতো স্বাদ নেয় পাকিস্তান।
তাই টিম ম্যানেজমেন্টের ভাবনা মিডলঅর্ডারের ক্রমিক ভেঙে দিয়ে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আটে নামা মোহাম্মদ নওয়াজকে আজ নামানো হয় চারে।
পরিকল্পনায় শতভাগ সফলতা পান পাকিস্তানের নির্বাচকরা। মাত্র ২০ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৫ রানের টর্নেডো ইনিংস খেলেছেন তিনি। যাকে ম্যাচজয়ী ইনিংসও বলছেন অনেকে। শেষের জয়সূচক বাউন্ডারিও হাঁকিয়েছেন নওয়াজই।
প্লেয়ার অব দ্য ম্যাচ না হয়েও এমন দুর্দান্ত ইনিংস খেলে সোশ্যাল মিডিয়া বেশি প্রশংসিত হচ্ছেন এ স্পিন- অলরাউন্ডার।
সাদিয়া নামে এক পাকিস্তান ক্রিকেটের নারী ভক্ত টুইটারে লিখেছেন, ‘রিজওয়ানের স্লো রানরেটকে ঢেকে দিয়েছেন নওয়াজ।’
ইয়ান র্যাফেল বিশপ নামে একজন লিখেছেন, ‘যে সময়ে একটি পাওয়ার ইনিংসের দরকার ছিল, মোহাম্মদ নওয়াজের কাছ থেকে সেটাই পেয়েছে পাকিস্তান।’
ওয়াহাত কাজমি লিখেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে নির্বিঘ্ন জয়ের জন্য পাকিস্তানকে অভিনন্দন। নওয়াজের দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং রিজওয়ান- বাবরকে শক্ত ভিত্তি গড়ে দেওয়ার জন্য ধন্যবাদ।’




















