নবাবগঞ্জে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

ঢাকার নবাবগঞ্জে মো. পিন্টু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ১১টা ১৫ মিনিটে দোহার কাজিরচর তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার পিন্টু উপজেলার কলাকোপা ইউনিয়নের বাগমারা বৈকণ্ঠপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যবলেট ও দুই হাজার পুরিয়া হেরোইন জব্দ করা হয়। 

দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, গ্রেফতারকৃত পিন্টু দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। বুধবার একটি গোপন সূত্রের খবরে তাকে গ্রেফতার করি।

spot_img
পূর্ববর্তী নিবন্ধনিজের মেয়ের বিয়ের অনুষ্ঠানের কথা বলে পরীক্ষার্থীকে বাসায় ডেকে এনে ধর্ষণ
পরবর্তী নিবন্ধকর্ণফুলী নদীতে মাছধরার ট্রলারডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে