ঢাকার নবাবগঞ্জে মো. পিন্টু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত ১১টা ১৫ মিনিটে দোহার কাজিরচর তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পিন্টু উপজেলার কলাকোপা ইউনিয়নের বাগমারা বৈকণ্ঠপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যবলেট ও দুই হাজার পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, গ্রেফতারকৃত পিন্টু দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। বুধবার একটি গোপন সূত্রের খবরে তাকে গ্রেফতার করি।




















