সিলেট মহানগরীর আবাসিক হোটেলে দুই তরুণীকে আটকে রাতভর ধর্ষণের ঘটনায় করা মামলায় ছাত্রদল নেতা নাবিল রাজা চৌধুরীকে (৩৫) গ্রেফতার করেছে (র্যাব)-৯।
বৃহস্পতিবার র্যাবের একটি টিম অভিযান চালিয়ে তাকে সিলেট নগরী থেকে গ্রেফতার করে।
নাবিল সুনামগঞ্জ জেলার সদর থানার হরিণাপাটি গ্রামের ফরহাদ রাজা চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরীর এয়ারপোর্ট থানার জালালাবাদ আবাসিক এলাকার ৪৭/১০নং বাসার বাসিন্দা।
এ ঘটনায় এর আগে মোহাইমিন রহমান রাহি ও তানজিনা আক্তার তানিয়াকে গ্রেফতার করা হয়। তারা কারাগারে আছেন। এর মধ্যে রাহি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ২৩ আগস্ট নগরীর পাঠানটুলায় গ্রিন হিল আবাসিক হোটেলের দুটি কক্ষে দুই তরুণীকে আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় ভিকটিম দুই তরুণী সিলেটের জালালাবাদ থানায় পৃথক মামলা করেন।
গ্রেফতারকৃত নাবিল, রাহি ও তানিয়া ছাড়াও এ দুই মামলায় অন্য আসমিরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিগন্দগঞ্জ গ্রামের মৃত তহুর আলীর ছেলে জুবেল, নগরীর পাঠানটুলা এলাকার আলী আকবরের ছেলে রানা আহমদ শিপলু ওরফে শিবলু ও সুজন এবং অজ্ঞাত আরও কয়েকজন।
তবে আসামি রানা আহমদ শিপলুর স্ত্রী পরবর্তীতে সংবাদ সম্মেলন করে দাবি করেন তার স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।




















