পুকুরের পানিতে ডুবে তরুণীর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে হাত-মুখ ধুতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নাসরিন আক্তার (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া নাসরিন উপজেলার সিডিখান এলাকার দক্ষিণ সিডিখান গ্রামের হানিফ চৌকিদারের মেয়ে।

নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, নাসরিন আক্তার দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছেন। এ কারণে তার পরিবার তাকে সবসময় বেশি খেয়ালে রাখতেন। শুক্রবার নাসরিন হঠাৎ করে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের পুকুরে একা হাত-মুখ ধুতে গিয়ে পা পিছলে পড়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন পুকুরের পানি থেকে নাসরিনের লাশ উদ্ধার করে।

সিডিখান ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া শিকদার জানান, প্রতিবন্ধী নাসরিন পানিতে ডুবে মারা গেছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, আমরা জেনেছি পানিতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধআশ্রয়ণ প্রকল্পে আশ্রিতদের সন্তানদের লেখাপড়া
পরবর্তী নিবন্ধশাকিবের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বুবলীর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে