মানুষ আজ ভয়কে জয় করেছে; মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করেছে: সাইফুল হক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘বর্তমান সরকার জবরদস্তি করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে দেশব্যাপী বিরোধীদের শান্তিপূর্ণ সভা-সমাবেশে হামলা, মামলা ও গুলি করছে। তবে আশার জায়গা হলো, মানুষ আজ ভয়কে জয় করেছে; মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করেছে।’

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের ঢাকা মহানগর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

‘কর্তৃত্ববাদী দুঃশাসন ও নিপীড়নমূলক ব্যবস্থার বিদায় দিন; অধিকার, ইনসাফ ও মুক্তির লড়াই এগিয়ে নিন’ শিরোনামে সম্মেলনের আয়োজন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটি। 

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটা ব্যর্থ ও অকার্যকর নির্বাচনের দায়ভার এ দেশের মানুষের পক্ষে নেওয়া সম্ভব নয়। আগামী জাতীয় নির্বাচন যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ আফ্রিকার অনেক দেশের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।’

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার সত্যকে স্বীকার করতে পারে না। যেখানে হাজার হাজার মানুষ দেখছে জাল ভোট হচ্ছে, কেন্দ্রগুলো দখল করে নিচ্ছে নৌকার পক্ষের লোক- এগুলো আওয়ামী লীগের লোকদের চোখে পড়ে না। যে নির্বাচন কমিশন একটি উপনির্বাচন করতে পারে না, তারা কীভাবে জাতীয় নির্বাচনে ৩০০ আসনে ভোট পরিচালনা করবে?’

তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য হওয়ার সুযোগ নেই। তাই নির্বাচনের আগে এই সরকারকে পদত্যাগ করতে হবে। ’

সংসদ ভেঙে দিতে হবে। ২০১৮ সালের মতো আওয়ামী লীগের তামাশার সংলাপে এবার কোনো বিরোধী দল যাবে না’ বলেও মন্তব্য করেন সাইফুল হক। 

সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরের সভাপতি আকবর খান। এতে আরও বক্তব্য দেন- বহ্নি শিখা জামালী, অরবিন্দু ব্যাপারী বিন্দু, আবুল কালাম আজাদ, মোফাজ্জল হোসেন মোস্তাক, ড. শামসুল হক প্রমুখ।

spot_img
পূর্ববর্তী নিবন্ধঅর্থ সংকটের কারণে বেতন দিতে হিমশিম খাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড
পরবর্তী নিবন্ধমাত্র ছয় সপ্তাহ দায়িত্ব পালনের পরই বরখাস্ত হলেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে