গাজীপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় কাভার্ডভ্যানের ভেতরে থাকা সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজন শুক্রবার মারা গেছেন।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে ওই বিস্ফোরণের ঘটনায় ৫ জন দগ্ধ হন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঠু (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার রাতে মিঠুসহ দগ্ধ ৫ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মিঠুর শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়েছিল।
মিঠু মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ মৌয়ালি গ্রামের ফজলু মিয়ার ছেলে। তিনি ওই কাভার্ডভ্যানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
তিনি আরও জানান, ওই ঘটনায় দগ্ধ অপর চারজনের অবস্থাও আশঙ্কাজনক। চিকিৎসাধীন বাকি চারজনের মধ্যে মো. আলামিনের শরীরের ৬০ শতাংশ, আনোয়ারুল ইসলামের ৩৫, সিরাজুল ইসলামের ৭০ ও মো. পারভেজের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর গাজীপুর মহানগরীর বড়বাড়ী এলাকার হাজি ওয়াহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশন থেকে মেসার্স জুনাইদ এন্টারপ্রাইজের একটি কাভার্ডভ্যানের ভেতরে থাকা প্রায় ১০০ সিলিন্ডারে গ্যাস ফিলিং করার সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় কাভার্ডভ্যানের আশপাশে থাকা আল আমিন (২৫), পারভেজ (৩৩), আনোয়ারুল ইসলাম (২৭), সিরাজুল ইসলাম টুটুল (২৫) ও মিঠু (২৭) দগ্ধ হন। তাদের প্রথমে স্থানীয় তায়েরুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।




















