ইউক্রেনে বড়ধরনে আক্রমন করবে না রাশিয়া: পুতিন

কিয়েভে আপাতত বড় ধরনের আক্রমণের পরিকল্পনা নেই। তাদের লক্ষ্য ইউক্রেনকে ধ্বংস করা নয়, তাই আপাতত ইউক্রেনে বড়ধরনে আক্রমন করবে না রাশিয়া বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

শুক্রবার আস্তানায় এক সংবাদ সম্মেলনে পুতিন এই মন্তব্য করেন। খবর আলজাজিরার।

রুশ প্রেসিডেন্ট বলেন, এখন আর বড় ধরনের আক্রমণের প্রয়োজন নেই। আরও অন্যান্য কাজ আছে যা পরবর্তীতে স্পষ্ট হবে।

সাংবাদিকরা পুতিনের কাছে জানতে চান– ইউক্রেনে রুশ সেনারা যা করছে এটা নিয়ে তার কোনো অনুশোচনা আছে কিনা। জবাবে পুতিন বলেন, ‘না, নেই।’

গত ৮ অক্টোবর ক্রিমিয়ার কার্চ ব্রিজে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ঘটনার জন্য ইউক্রেন দায়ী উল্লেখ করে দুইদিন পর সমগ্র ইউক্রেনে ৮৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। এতে অন্তত ২০ জন নিহত হন, আহত হন শতাধিক। 

spot_img
পূর্ববর্তী নিবন্ধটি-২০ বিশ্বকাপে বুমরাহর জায়গায় ভারতীয় দলে শামি
পরবর্তী নিবন্ধতুরস্কের উত্তরাঞ্চলীয় কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ২৫ নিহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে