রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, খেরসনের দিকে অগ্রসরমান ইউক্রেনের সেনাদের অগ্রগমন আটকে দিয়েছে রুশ সেনারা।
এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভ বলেছেন, মাইকোলাইভ এবং কিয়েভরির দিকে, শত্রুরা, খেরসন অঞ্চলের দুদচানি, সাদোক, ইসচেঙস্কায় পাল্টা আক্রমণের ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে। রাশিয়ার সেনাদের নেওয়া পদক্ষেপের কারণে, সব হামলা ব্যর্থ হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও দাবি করেছেন লুহানেস্কের লাইমানের কাছে রাশিয়ার ডিফেন্স লাইনের সামনে রাস্তা তৈরির চেস্টা করেছিল ইউক্রেনীয় সেনারা৷ কিন্তু এটি ঠেকিয়ে দেওয়া হয়েছে।
এদিকে সেপ্টেম্বরের শুরুতে পাল্টা আক্রমণ চালিয়ে রুশ সেনাদের হাত থেকে অসংখ্য অঞ্চল পুনর্দখল করে ইউক্রেনের সেনারা৷ তাদের হামলার প্রেক্ষিতে পুরো খারকিভ থেকে পিছু হটতে বাধ্য হয় রুশ সেনারা৷ এছাড়া খেরসনের কিছু অঞ্চল থেকেও পিছু হটেছে রাশিয়ান বাহিনী৷
সূত্র: আল জাজিরা




















