ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুর অংশে যানবাহনশূন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। চলছে না গণপরিবহণসহ দূরপাল্লার কোনো প্রকার যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন মহাসড়কের বিভিন্ন পয়েন্ট দাঁড়িয়ে থাকা যাত্রীরা।
ময়মনসিংহে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই মহাসড়কে আকস্মিক গণপরিবহণ চলাচল কমতে থাকে। সকাল থেকে পুরোদমেই বন্ধ হয়ে যায় গণপবিহণ। মহাসড়ক ঘুরে এসব তথ্য পাওয়া যায় চালক, পরিবহণ শ্রমিক ও যাত্রীদের কাছ থেকে।
কোনো ঘোষণা ছাড়াই আকস্মিক যানবাহন চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যাত্রীদের।
ঢাকা থেকে ময়মনসিংহ, মুক্তাগাছা, নেত্রকোনা, হালুয়াঘাট, শেরপুর, জামালপুর, ফুলবাড়ীয়া, ফুলপুরসহ বিভিন্ন এলাকায় চলাচলকারী বাস বন্ধ রয়েছে।
আলমগীর নামে এক পরিবহণ শ্রমিক জানান, ময়মনসিংহে বিএনপির সমাবেশ ঘিরেই মূলত এ সংকট তৈরি করা হয়েছে।
সকাল পৌনে ৮টায় শ্রীপুরের নয়নপুর থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য পরিবার নিয়ে বাসস্ট্যান্ডে আসেন আবুল হোসেন। দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাননি তিনি। যানবাহন চলাচল না করায় পরিবারের সদস্যদের নিয়ে ভোগান্তিতে পড়তে হয় তাকে।
সুমন আহম্মদ নামে এক যাত্রী বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে যাওয়ার কোনো বাস না পেয়ে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাকে।
এ মহাসড়কে আকস্মিক গণপরিবহণ বন্ধ থাকার কারণে অনেক যাত্রীকেই সঙ্গে থাকা মালামাল নিয়ে খুবই কষ্ট করতে দেখা যায়।




















