ইলেকট্রনিক ভোটিং মেশিনে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের সন্দ্বীপ আসনে ভোট বন্ধ

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের সন্দ্বীপ আসনে ভোট বন্ধ রয়েছে।

সোমবার সকাল ৯টায় শুরু হয় এ ভোটগ্রহণ। তবে প্রথম ভোটটি দেওয়ার পরই ইভিএমে কারিগরি ত্রুটি দেখা দেয়। 

সকাল ৯টা ৩৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ আছে।

নির্বাচন পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ভোটগ্রহণ সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। কাজ চলছে। শিগগিরই ঠিক হয়ে যাবে।

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্যপদে ৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্যপদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ উপজেলায় ১৫টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। মোট ভোটার ২ হাজার ৭৩০ জন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম। আনারস প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নারায়ণ রক্ষিত। 

spot_img
পূর্ববর্তী নিবন্ধসদস্য দেশগুলোর যেকোনো প্রতিষ্ঠান প্রয়োজন মনে করলে কর্মস্থলে নারীদের হিজাব নিষিদ্ধ করতে পারবে
পরবর্তী নিবন্ধ  ঢাকায় চলাচল শুরু করেছে ১০৮টি সিসি ক্যামেরাযুক্ত বাস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে